• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর তালতলিতে স্থাপনের দাবিতে মানববন্ধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২৩

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি:
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান নওগাঁর তালতলিতে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ)বেলা ১২টায় শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনের সড়কে তালতলিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তালতলিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতা েেখারশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাস্তবায়ন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম শরীফসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাধীনতার শ্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নওগাঁ জেলায় একমাত্র স্মৃতি বিজরিত স্থান এই তালতলী বিল। এখানে ১৯৭৩ সালে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই স্থানটিই বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সবচেয়ে যৌত্তিক স্থান। জেলা সদরের কাছাকাছি হওয়ায় যোগাযোগ, আবাসন, চিকিৎসা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads